ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ২ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপে নিজদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। 

শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে আজ শনিবার (২ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। 

এশিয়া কাপে এইটা ভারতের প্রথম ম্যাচ হলেও পাকিস্তানের জন্য এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ২৩৮ রানের বড় ব্যবধানে জয় পায় বাবর আজমের দল। অন্যদিকে আসরে প্রথমবারের মতো খেলতে নামছে ভারত। 

ভারতের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে পাকিস্তান। জয় দিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করতে চায় ভারত। 

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান,  ইমাম-উল হক, সালমান আলি আগা, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, মোহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

ভারত একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি